আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাপারে আলোচনা করা দরকার।
কাতারের আমির গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ইসরাইল যুদ্ধকে ব্যবহার করছে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এছাড়াও ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে।
বাংলাদেশের মৌসুমি ফল উপহার হিসেবে পাঠানো হয়েছে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই ফল পাঠানো হয়।